অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যপদ-এর রেজিস্ট্রেশন ফরম

ফরম পূরণের নিয়মাবলী

যাদের জন্য প্রযোজ্য
⇒ বিএ (সম্মান), এমএ (নিয়মিত), এমএ (প্রিলিমিনারি), ডিপ্লোমা, এমফিল ও পিএইচডি ডিগ্রীধারীগণ।

রেজিস্ট্রেশন ফি:
⇒ বিকাশ: ২০৪০ টাকা (মার্চেন্ট পেমেন্ট)
⇒ ব্যাংক ডিপোজিট/নগদ পরিশোধ: ২০০০ টাকা

পেমেন্ট পদ্ধতি:
রেজিস্ট্রেশন করতে নিচের যেকোন একটি পদ্ধতিতে আগে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
১. বিকাশে 01886895680 নম্বরে সেন্ড মানি বা ক্যাশ-ইন করে ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন।
২. সোনালি ব্যাংক (হিসাব নং: 4405701028843, নাম: ‘Alumni Association of the Dept. of ISLM, DU’ শাখা: Dhaka University)-এ জমা অথবা অনলাইনে NPSB/EFT করা যাবে।
৩. সরাসরি বিভাগের অফিসেও নগদ অর্থ পরিশোধ করতে পারবেন।
⇒ ২ ও ৩ নং ক্ষেত্রে জমা রশিদ/মানি রিসিপ্ট-এর ছবি বা সফল ট্রানজেকশনের স্ক্রিনশট আপলোডের জন্য সংরক্ষণ করুন।

কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

  • অনলাইনে নিচের রেজিস্ট্রেশন ফরম পূরণ করুন।
  • ফরমটি অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে।
  • সকল তথ্য সঠিকভাবে দিতে হবে কারণ এটিই আপনার অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ফরম। 
  • সদস্যপদ যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সনদের ছবি (সর্বোচ্চ 2MB এবং jpg/jpeg ফরম্যাটে) আপলোড করুন।
  • ভালো মানের পাসপোর্ট সাইজ ছবি (সর্বোচ্চ 2MB এবং jpg/jpeg ফরম্যাটে) আপলোড করুন।
  • যে মাধ্যমে টাকা জমা দিয়েছেন Payment Mode হিসেবে সেটি নির্বাচন করুন।
  • অর্থ পরিশোধের প্রয়োজনীয় তথ্যাবলী বা মানি রিসিপ্ট-এর ছবি আপলোড করুন।
  • Submit Registration বাটনে ক্লিক করে ফরমটি সাবমিট করুন।
  • রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ফরমে প্রদত্ত ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে ইমেইল পৌঁছে যাবে। ইনবক্সে না পেলে Spam/Junk ফোল্ডার চেক করুন।
  • সদস্যপদ নির্বাহী কমিটি’র সভায় অনুমোদিত হলে https://aislm-du.org/membership/ এই ঠিকানায় দেখতে পাবেন।


প্রয়োজনে:
ইমেইল: aaislm.du@gmail.com
ফোন: ০১৮৪১-৮৯৫৬৮০ (জয়নাল আবদীন), ০১৬৭৪-০৬৬০৬৪ (নুরুল আলম অপু) ও ০১৯১৬-৩০৩০৬০ (মুবাশ্বির আহসান)